মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। ছবি: সংগৃহীত

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর প্রস্তুত করার দায়ে মানিকগঞ্জের ঘিওর বাজারের এক কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ঘিওর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বলেন, ‘দুপুর এক টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামানের সহযোগিতায় ঘিওর বাজারে অভিযান চালায়। এ সময় একটি চানাচুর কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর প্রস্তুত করতে দেখা যায়। এ কারণে ওই কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ ছাড়াও, মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে দুই দোকান মালিককে পাঁচ হাজার ও দুই হাজার টাকা করা হয়। একইসঙ্গে সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাঘুরির কারণে দুই যুবককে যথাক্রমে ১০০ ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।

Comments