বিপিএলে দু প্লেসিকে নিজ দলে আনতে চান তামিম

faf du plessis and tamim iqbal

আইপিএলে চেন্নাই সুপার কিংসে নিয়মিত খেলেন ফাফ দু প্লেসি। খেলা বেড়ান সিপিএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি আসরেও। কিন্তু কখনই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার এই বিস্ফোরক ব্যাটসম্যানের। এবার সেই অপূর্ণতা গুছাতে চান তামিম ইকবাল।

বুধবার অনলাইনে লাইভ আড্ডায় তামিমের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন দু প্লেসি। আধাঘন্টাব্যাপী চলা আড্ডার এক পর্যায়ে আসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা। চেন্নাই সুপার কিংসের ভক্ত তামিম সেখানকার হালচাল জানতে চান।  আসে বিপিএল প্রসঙ্গ। 

দু প্লেসি জানান, বিপিএলে খেলা তো তার হয়ইনি, টুর্নামেন্টটার খেলা সরাসরি কখনো দেখাও হয়নি, ‘দক্ষিণ আফ্রিকায় তো বিপিএলের খেলা সরাসরি দেখার উপায় নাই। ক্রিকইনফোরে স্কোর দেখি। পরিচিতরা কেমন করছে, খেয়াল রাখি।’

তামিম তাকে আশ্বস্ত করেন বিপিএলের মান নিয়ে। এবং আমন্ত্রণ জানান নিজ দলে খেলার,  ‘বিপিএল দুর্দান্ত আসর, পরিবেশ খুবই চমৎকার থাকে। তোমাকে কিন্তু কথা দিতে হবে, এবার বিপিএলে আসবে এবং অবশ্যই আমার দলে খেলবে। খুব ভাল টুর্নামেন্ট, তুমি উপভোগ করবে।’

তামিমের প্রস্তাব অবশ্য বেশ ইতিবাচকভাবেই দেখছেন এই ডানহাতি ব্যাটসম্যান,  ‘তোমাকে আগেও বলেছি, আমি অবশ্যই বিপিএল খেলতে আসব। তবে এখানে আলাপ করার উপযুক্ত জায়গা কিনা বুঝতে পারছি না, বিপিএল খেলতে আমার ভালো লাগবে।’

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

17m ago