করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু প্রায় ৩ লাখ, যুক্তরাষ্ট্রে ৮৪ হাজারের বেশি

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে প্রায় ৩ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৩ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৫ লাখ মানুষ।
Corona-USA
নিউইয়র্কে করোনা আক্রান্ত এক রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে প্রায় ৩ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৩ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৫ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৪৭ হাজার ১৮ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ১৯৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৫৪৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯০ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ৮৪ হাজার ১১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৪৩০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ২ হাজার ২১২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৩ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ২৬৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৯৮৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৩২ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৬৯১ জন, মারা গেছেন ২৭ হাজার ১০৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮২৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১০৪ জন, মারা গেছেন ৩১ হাজার ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৮৪ জন, মারা গেছেন ২৭ হাজার ৭৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৭৮৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৮ জন, মারা গেছেন ৭ হাজার ৮৬১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৭২৫ জন, মারা গেছেন ৬ হাজার ৭৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪২৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ১১৪ জন, মারা গেছেন ৩ হাজার ৯৫২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৭১৫ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৩৭ জন, মারা গেছেন ১৩ হাজার ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪২৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ২৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৪৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৭ হাজার ৮২২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২৬৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

52m ago