করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু প্রায় ৩ লাখ, যুক্তরাষ্ট্রে ৮৪ হাজারের বেশি

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে প্রায় ৩ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৩ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৫ লাখ মানুষ।
Corona-USA
নিউইয়র্কে করোনা আক্রান্ত এক রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে প্রায় ৩ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৩ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৫ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৪৭ হাজার ১৮ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৭ হাজার ১৯৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৫৪৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯০ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ৮৪ হাজার ১১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৪৩০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ২ হাজার ২১২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৩ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৩ হাজার ২৬৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৯৮৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৩২ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৬৯১ জন, মারা গেছেন ২৭ হাজার ১০৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮২৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১০৪ জন, মারা গেছেন ৩১ হাজার ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৮৪ জন, মারা গেছেন ২৭ হাজার ৭৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৭৮৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯৮ জন, মারা গেছেন ৭ হাজার ৮৬১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৭২৫ জন, মারা গেছেন ৬ হাজার ৭৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪২৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ১১৪ জন, মারা গেছেন ৩ হাজার ৯৫২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৭১৫ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৩৭ জন, মারা গেছেন ১৩ হাজার ২৪০ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪২৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ২৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৪৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৭ হাজার ৮২২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২৬৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now