টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে আজ বৃহস্পতিবার। আক্রান্তদের মধ্যে সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক দলের নেতা-কর্মী রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্তদের মধ্যে মির্জাপুরে উপজেলার পাঁচ জন, ঘাটাইলে দুজন, মধুপুরে দুজন, গোপালপুরে দুজন, ধনবাড়িতে একজন এবং বাসাইল উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে ১৩টি নমুনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালটির করোনা আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত মোট ১৩ জন আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয় জন এবং সাত জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা।

সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে জেলায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে আজ থেকে জেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, ওষুধের দোকান ও কাঁচাবাজার ব্যতীত সকল প্রকার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন পুনরায় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

Comments

The Daily Star  | English

6 killed, 37 injured in road crashes across 5 districts

The accidents took place in Sherpur, Narsingdi, Brahmanbaria, Faridpur, and Gopalganj today

8m ago