নড়াইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
নড়াইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইনশৃংখলা পরিস্থিতিবিষয়ক এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বলা হয়, আগামীকাল শুক্রবার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে, নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়ালে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং ১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
Comments