চাঁদপুরে আইসিডিডিআর,বি এর চিকিৎসকসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরের মতলব আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক নারী চিকিৎসক ও তার সন্তানসহ তিন জন ও কচুয়ার এক জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের চার জন দিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ জনে দাঁড়ালো।
Corona infected
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের মতলব আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি)  এক নারী চিকিৎসক ও তার সন্তানসহ তিন জন ও কচুয়ার এক জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের চার জন দিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৪ জনে দাঁড়ালো।

আজ বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। 

চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘চাঁদপুরে আজ চার জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই প্রথমবারের মতো মতলব দক্ষিণ উপজেলায় একসঙ্গে তিন জনের করোনা শনাক্ত হলো। আর পুরো জেলা এখন করোনা আক্রান্ত।’

মতলব আইসিডিডিআর,বি এর সিনিয়র মেডিকেল অফিসার চন্দ্র শেখর দাস বলেন, ‘তারা কিছুদিন ধরে হালকা জ্বর ও সর্দিতে আক্রান্ত ছিল। আমরা তিন জনের নমুনা পরীক্ষা করাই। তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু, তারা কীভাবে আক্রান্ত হলো সেটাই বুঝতে পারছি না। তারা সাম্প্রতিক সময়ে মতলব আইসিডিডিআরবির বাইরে যাননি। এমন কি কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শেও যাননি। ওই নারী চিকিৎসক গতকাল ঢাকার বাসাতে আছেন। আক্রান্ত পুরুষ স্টাফ মতলব দক্ষিণে আছেন।’

Comments