কুমিল্লা থেকে চুরি হওয়া ১৩৭ টি গ্যাস সিলিন্ডার মানিকগঞ্জে জব্দ

ছবি: সংগৃহীত

কুমিল্লা থেকে চুরি হওয়া ১৩৭ টি গ্যাস সিলিন্ডার মানিকগঞ্জের সিংগাইর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার নয়ানী এলাকার এক গ্যাস ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করেছে সিংগাইর ও কুমিল্লা সদর থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, গত ১১ এপ্রিল কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের এক পেট্টোল পাম্প থেকে গাড়িসহ ৪৪১ টি গ্যাস সিলিন্ডার চুরি হয়। এ ঘটনায় গ্যাস কোম্পানির ডিলার উজ্জ্বল হোসেন বাদী হয়ে কুমিল্লা সদর থানায় মামলা দায়ের করেন।

এর আগে, ঢাকার কেরানীগঞ্জ এলাকার আবদুল্লাহপুর থেকে ১৫ টি গ্যাস সিলিন্ডারসহ চুরি হওয়া গাড়ি জব্দ করা হয়।

উদ্ধারকৃত ওই গ্যাস সিলিন্ডার ও গাড়ীর সূত্র ধরে দুই থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিংগাইরের ওই গ্যাস ব্যবসায়ীর বাড়ি থেকে ৭৬ টি ভর্তি ও ৬১ টি খালি সিলিন্ডার উদ্ধার করেছে বলে জানান সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন।

তিনি আর জানান, আটককৃত ব্যবসায়ী তার বাড়িতে রাখা ফ্রেশ, নাভানা ও বসুন্ধরা কোম্পানির গ্যাস সিলিন্ডারের ভাউচার দেখাতে পারলেও টোটাল গ্যাস কোম্পানির সিলিন্ডারের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ জন্য তার বাড়িতে রাখা অবৈধ গ্যাস সিলিন্ডারসহ তাকে আটক করে কুমিল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘আটক গ্যাস ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ চলছে।’

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago