নোয়াখালীতে ৯ ও লক্ষ্মীপুরে আরও ১৩ জনের করোনা শনাক্ত
নোয়াখালী ও লক্ষ্মীপুরের নার্স, স্বাস্থ্যকর্মী ও শিশুসহ আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নোয়াখালীতে শনাক্ত হয়েছেন নয় জন এবং লক্ষ্মীপুরে ১৩ জন। এ নিয়ে দুই জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫৪ জন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান ও লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, নোয়াখালীতে নতুন করে আরও নয় জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স ও এক ওয়ার্ডবয়, দুই কমিউনিটি স্বাস্থ্যকর্মী, এক রেডিওলজিস্ট, এক পৌরসভা কর্মচারী, বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি এক জন ও সাধারণ মানুষ দুই জন। অপরদিকে, লক্ষ্মীপুরে শনাক্ত হয়েছে ১৩ জন। এদের মধ্যে রায়পুরে একই গ্রামের তিন শিশুসহ ১২ জন ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী আছেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, বেগমগঞ্জে নতুন করে শনাক্তদের সবাই হোম কোয়ারেন্টিনে আছেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘নোয়াখালী জেনারেল হাসপাতালের আক্রান্ত কর্মীদের শারীরিক উপসর্গ না থাকায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রিয়াজউদ্দিন বলেন, ‘হাসপাতালের এক্সরে বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি জেলা শহরে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিনে আছেন।’
অপরদিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন বলেন, ‘এ উপজেলার সোনাপুর ইউনিয়নের এক গ্রামের ১২ জন আক্রান্ত হয়েছেন। এরআগে একই গ্রামের নারায়ণগঞ্জ ফেরত এক যুবক আক্রান্ত হয়েছিলেন। তার মাধ্যমেই ওই এলাকায় করোনার সংক্রমণ ছড়িয়েছে।’
রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে ‘
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার বলেন, ‘এ জেলায় এখন পর্যন্ত ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদরে ২৫ জন, রামগঞ্জে ১৯ জন, রায়পুরে ১৬, রামগতিতে নয় জন ও কমলনগর উপজেলায় সাত জন আছেন।’
Comments