অধ্যাপক আনিসুজ্জামান করোনা পজিটিভ ছিলেন

ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বৃহস্পতিবার বিকেল মারা যান জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তিনি নুতন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।
dr anisuzzaman
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বৃহস্পতিবার বিকেল মারা যান জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তিনি নুতন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।

আনিসুজ্জামানের সংক্রামক ব্যাধি করোনায় আক্রান্তের সংবাদটি নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ জামান।

আজ রাতে দ্য ডেইলি স্টারকে আনন্দ বলেন, ‘বাবা কোভিড-১৯ পজিটিভ ছিলেন।’

‘স্বাস্থ্যবিধি মেনে বাবার দাফনের ব্যবস্থা করা হবে,’ বলে যোগ করেন তিনি।

আরও পড়ুন:

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই

Comments

The Daily Star  | English

Banks mostly gave loans to their owners rather than creditworthy borrowers

Bangladesh’s banking sector was not well-managed in recent years. Banks mostly gave loans to their owners, rather than to creditworthy entities. Consequently, several banks are now in difficulty.

10h ago