ঢাকা থেকে পঞ্চগড়ে ফেরা ব্যক্তি করোনায় আক্রান্ত
পঞ্চগড় সদর উপজেলায় করোনায় আক্রান্ত আরও একজনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি তিনি ঢাকা থেকে ফিরেছেন। তার বয়স ৩১ বছর।
আজ শুক্রবার সকালে পঞ্চগড় জেলা সিভিল সার্জন মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ালো।’
আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন এলাকায়। সূত্র জানায়, গত ৬ মে তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন। এরপর তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। ১১ মে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার ফলাফল হাতে আসে। তাতে দেখা যায়, তিনি করোনায় আক্রান্ত।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী বলেন, ‘আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’
Comments