চাঁদপুরে মধ্যবিত্ত ২৬০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের কারণ কষ্টে দিন কাটানো ২৬০ মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি।
আজ শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের ৫০ স্বেচ্ছাসেবীর সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন শেখ। সে সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
মো. জসিম উদ্দিন শেখ বলেন, ‘আমরা বেসরকারিভাবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, দেড় কেজি মুসুর ডাল, ১ কেজি তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ৪ প্যাকেট সেমাই ও খাদ্যদ্রব্য বহনের জন্য নগদ ২০০ টাকা করে দিয়েছি।’
এর আগে সমিতির ২৫ হাজার সদস্যর মাঝে ২৫ লাখ টাকার খাদ্য সহায়তা, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়, বলেও জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘সরকারের পাশাপাশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি মধ্যবিত্ত পরিবারকে হট লাইনের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে চাঁদপুরে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।’
Comments