রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’

সামাজিক দূরত্ব নিশ্চিত করেই রাঙ্গামাটিকে সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’ চালু। ছবি: এনভিল চাকমা

দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার নিম্ন আয়ের মানুষ। খাদ্যের অভাবে পরিবার-পরিজন নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে রাঙ্গামাটিতে অসহায়দের সহযোগিতায় ‘এক মিনিটের বাজার’ চালু করেছে সেনাবাহিনী। যেখান থেকে এক মিনিটের মধ্যে বিনামূল্যে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যেতে পারছে তালিকাভুক্ত দরিদ্র পরিবার।

পুরোপরি সামাজিক দূরত্ব নিশ্চিত করে আজ শুক্রবার সকাল ৯ টায় রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে বসে এক মিনিটের বাজার। এ বাজারের উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান। নামে বাজার হলেও এ বাজার থেকে প্রতিবন্ধী, অসহায় ও দুস্থদের নয় রকম পণ্যসামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

বাজারে ঘুরে দেখা গেছে, ঢোকার প্রবেশ পথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থা। আর সারিবদ্ধভাবে টেবিলে সাজানো ছিল চাল, আলু, ঢেঁড়স, শশা, বরবটি, কচুর লতি, মিষ্টি কুমড়া, চিচিংগা ও কাঁচা মরিচ।

সরেজমিন জরিপ করে শহরের অসহায় মানুষের তালিকা তৈরি করে রাঙ্গামাটি সেনা রিজিওন। তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলো টোকেনের মাধ্যমে বাজার থেকে নিজের পছন্দমতো সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যায়।

সকালে এক মিনিটের বাজা চালু করা সময় উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান, সদর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. রফিকুল ইসলাম এবং মেজর মো. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

এ প্রসঙ্গে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান বলেন, ‘চলমান করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা করার জন্য প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী প্রথম থেকে মাঠে আছে। এ মহামারিতে অসহায়, দুস্থদের জীবন অনেক বিপর্যস্ত হচ্ছে। তাদের জীবন ও জীবিকা বাধাগ্রস্ত হচ্ছে। তাই আমরা ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মহোদয়ের দিক নির্দেশনায় এবং রাঙামাটি রিজিওনের তত্ত্বাবধানে এই এক মিনিট বাজারের উদ্যেগ নিয়েছি।’

তিনি আরও বলেন,‘যদিও এটিকে বাজার বলা হচ্ছে। তবে এটি বাজার নয়। এই বাজারে দুস্থরা সম্পূর্ণ বিনামূল্যে সব নিত্যপণ্য নিতে পারবে। এ ছাড়াও, আমরা এসব সবজি কৃষকের কাছ থেকে সরাসরি ক্ষেত থেকে কিনেছি। এতে একদিকে কৃষকরাও এই খারাপ সময়ে ন্যায্যমূল্য পাচ্ছেন, অন্যদিকে দুস্থরাও এসব সবজি বিনামূল্যে পাচ্ছেন। করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ সংকট মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে আছে এবং থাকবে।’

 

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

1h ago