মানিকগঞ্জে করোনা আক্রান্ত ৩২ জনের মধ্যে ২১ জন সুস্থ
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত ৩২ জনের মধ্যে ২১ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি ১১ জনের মধ্যে ৩ জন হাসপাতালে এবং ৮ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
আজ শুক্রবার বিকালে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘সুস্থ হওয়াদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার নয় জন, সিংগাইর উপজেলার পাঁচ জন, ঘিওর উপজেলার তিন জন, শিবালয় উপজেলার দুই জন এবং সাটুরিয়া ও হরিরামপুর উপজেলার এক জন করে আছেন। অন্যদের শারীরিক অবস্থা ভালো। কিছুদিনের মধ্যে তারাও সুস্থ হয়ে উঠবেন।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২১০ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ১৬৮ জনের রিপোট পাওয়া গেছে। এরমধ্যে ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত চার চিকিৎসকের এক জন সুস্থ হয়েছেন।’
Comments