মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসি বন্ধ, মালিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মানিকগঞ্জের সদর উপজেলায় একটি ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ময়না ফার্মেসি নামে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
Manikganj_Pharmecy_Fined
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মানিকগঞ্জের সদর উপজেলায় একটি ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: স্টার

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মানিকগঞ্জের সদর উপজেলায় একটি ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ময়না ফার্মেসি নামে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার ভাটবাউর এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এক ব্যক্তি টেলিফোনে আমাদের কাছে অভিযোগ করেছিলেন— ময়না ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। অভিযানে দেখা যায়, ফার্মেসির প্রায় ৩০ শতাংশ ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে। ২০০৭ সাল, ২০১০, ২০১২, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে মজুদ করা বিপুল সংখ্যক মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক নাজিম উদ্দিনকে চিঠি দেওয়া হয়েছে, সন্তোষজনক জবাব পাওয়া না গেলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।’

অভিযানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নিলুফার ইয়াসমিন ঝর্ণা ও আনসার সদস্যরা সহায়তা করেন।

Comments