সাভারের শপিংমল, দোকান বন্ধের নির্দেশ

করোনা সংক্রমণের রাশ টানতে সাভারে সব বিপণি বিতান ও দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে বিপণি বিতান সীমিতভাবে খোলার সিদ্ধান্তের পর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আজ উপজেলা প্রশাসন থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের রাশ টানতে সাভারে সব বিপণি বিতান ও দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে বিপণি বিতান সীমিতভাবে খোলার সিদ্ধান্তের পর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আজ উপজেলা প্রশাসন থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান।

তিনি জানান, কয়েক দিন নজরদারি করে দেখা গেল শপিংমল ও দোকানপাটে স্বাস্থ্যবিধির ৯০ শতাংশই মানা হচ্ছে না। বিপণি বিতানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছিল না। তাই সাভারের আগামীকাল থেকে সব শপিংমল, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও আরেও বলেন, শপিংমলগুলো যদি ক্রেতাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারে সে ক্ষেত্রে ঈদের আগে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

2h ago