করোনায় ঢাবি শিক্ষার্থীর বাবার মৃত্যুর দুই দিনের মধ্যে ভাইয়ের মৃত্যু
চট্টগ্রামে দুই দিনের ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবা ও ভাইয়ের মৃত্যু হয়েছে। গত ১৩ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাবার মৃত্যুর পর পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। দুদিন পর শুক্রবার একই উপসর্গ নিয়ে তার বড় ভাই মারা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মার্স্টার্সের ওই শিক্ষার্থীর নাম হাবিবুল্লাহ রিফাত। তার অভিযোগ, করোনা পরীক্ষার দীর্ঘসূত্রতার জন্য তার বাবাকে আইসিইউতে ভর্তি করানো যায়নি। আর বড় ভাইয়ের দেহ থেকে নমুনা নেওয়া হলেও পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।
রিফাতের পরিবারের সবাই চট্টগ্রামের হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রিফাতসহ তার আরেক ভাইয়ের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ এসেছে। তবে তার মা ও বোনের এখনো পরীক্ষা করানো হয়নি।
হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম মৃত দুজনের করোনা পরীক্ষার কথা জানিয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, রিফাতের ভাইয়ের মৃতদেহ তাদের গ্রামের বাড়ি চন্দনাইশে নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একটি এম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। রিফাত ও তার পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে যাচ্ছেন।
এ ব্যাপারে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, রিফাতের পরিবার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। রিফাতদের বাসা জীবাণুমুক্ত করে দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
Comments