পুলিশ কনস্টেবল নঈমুল করোনা আক্রান্ত ছিলেন

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ওই পুলিশ সদস্য মারা যান। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক-বন্দর জোনে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা জানান, গতকাল করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কনস্টেবল নঈমুল হক মারা গেছেন। এ নিয়ে আট পুলিশ সদস্য করোনায় প্রাণ হারালেন।

করোনা ভাইরাস প্রটোকল অনুযায়ী গতকাল রাতে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি  জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে পাঠানো হয়। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

নঈমুলের তিনটি শিশু সন্তান রয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

 

 

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago