ঠাকুরগাঁওয়ে নার্সসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁও সদর হাসপাতালের এক সিনিয়র নার্সসহ নতুন করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের এক সিনিয়র নার্সসহ নতুন করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।



জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার আজ শনিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি জানান, আজ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে কর্মরত এক সিনিয়র নার্সের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, রানীশংকৈল উপজেলার ৩৮ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তার স্বামী গত ৭ মে করোনা আক্রান্ত হয়ে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন।



এ ছাড়া, স্বামী-স্ত্রীসহ হরিপুর উপজেলার তিন জন ও বালিয়াডাঙ্গী উপজেলার ২২ বছর বয়সী এক নারীর করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জানান।



সিভিল সার্জন আরও জানান, ওই ছয় জনকে তাদের নিজ এলাকার হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হচ্ছে।  



জেলায় এ পর্যন্ত ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হলো বলে তিনি জানান।  

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago