কাজে ফিরলেন সোহরাওয়ার্দী মেডিকেলের করোনাজয়ী ৪০ চিকিৎসক নার্স
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ ৪০ জন সুস্থ হয়ে আজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া দ্য ডেইলি স্টারকে আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা জয়ীদের কাজে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই সাহসী যোদ্ধাদের হাসপাতালের বহির্বিভাগের সামনে অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে।
৪০ জনের মধ্যে হাসপাতালের চিকিৎসক, নার্স ছাড়াও বেশ কয়েকজন কর্মী ছিলেন।
ডা. উত্তম জানান, করোনা জয়ী ওই ৪০ জনের সবাইকে একটি করে ফুল দিয়ে সম্মান জানানো হয়। এরপর, তারা সেফটি পোশাক পরে হাসপাতালের ভেতরে ঢোকেন। সে সময়, হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মীরা হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান।
সুস্থ হয়ে কাজে যোগ দেওয়া চিকিৎসকেরা জানান, করোনা জয় করে এসে, আবারও রোগীদের সেবা করতে পারা তাদের জন্য আনন্দের বিষয়।
Comments