হতদরিদ্রের তালিকায় অনিয়ম

শরণখোলায় ৪০ জনের নামের পাশে ইউপি সদস্যের মোবাইল নম্বর

স্টার অনলাইন গ্রাফিক্স

বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় ৪০ জনের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর জুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের এক  ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  সুফলভোগীদের নামের পাশে তাদের নিজেদের মোবাইল নম্বর সংযুক্ত থাকার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত চূড়ান্ত তালিকা যাচাই-বাছাই করতে গিয়ে উপজেলা প্রশাসনের কাছে অনিয়ম ধরা পরে।

শরণখোলার ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে তৈরিকৃত তালিকায় ৪০ জনের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর পাওয়া যায়। পরে মোবাইল নম্বর সংশোধন করে চূড়ান্ত তালিকা করা হয়েছে। আগামীকাল রোববার (১৭ মে) চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। অনিয়মকারী ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago