গাঙ্গুলির কারণেই বাঁহাতি সৌম্য

Soumya Sarkar
ছবি: ফিরোজ আহমেদ

'ভাই, বাঁ হাতে কিন্তু আমার জোর নাই।' অবিশ্বাস্য হলেও সত্যি, এ কথাটা বলেছেন খোদ সৌম্য সরকার। যিনি কি-না বাইশ গজে বাঁহাতে ব্যাট করে একের পর এক বিশাল বিশাল ছক্কা মেরেছেন। মাঠে যেদিন টিকে যান সেদিন প্রতিপক্ষ রীতিমতো উড়ে যায় তার আগ্রাসনে। নামীদামী বোলারদের এমনভাবে পিটান, মনে হয় যেন গলির কোনো বোলার বল করছে।

সেই সৌম্য যদি এমন কথা বলেন, তাহলে অবাক হবে যে কেউই। আর এটাই সত্যি। জন্মগতভাবেই ডান হাতি সৌম্য। সব কাজ করেন ডান হাতেই। ডান হাতে বল করেন, ডান হাতে থ্রো। কিন্তু ব্যাটিংটা বাঁহাতে কেন? আর কীভাবেই এটা পারেন। ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে সৌম্য জানালেন, ছোট বেলা থেকে বাঁহাতে ব্যাট করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এটাই এখন সহজাত হয়ে গেছে তার জন্য।

'আসলে, আমি ছোট বেলা থেকেই বাঁ হাতে ব্যাট করি। বাসা থেকে এভাবেই শিখানো হয়েছে। বলেছে গাঙ্গুলির মতো বাঁ হাতে ব্যাট করতে, আর ডান হাতে বল করতে, সেভাবেই শিখেছি। ছোট বেলা থেকে শেখার কারণে অভ্যস্ত হয়ে গেছি। ব্যাটিং ছাড়া বাকি সব কাজই আমি ডান হাতেই করি। আসলে ভাই, বাঁ হাতে কিন্তু আমার জোর নাই।' - বাঁহাতি ব্যাটসম্যান হওয়ার রহস্য জানিয়ে এমনটাই বললেন সৌম্য।

কিন্তু এমনটা করার কারণ কি? এমন নয় যে ডান হাতি ব্যাটসম্যানরা দারুণ কিছু করতে পারেন না। ডন ব্র্যাডম্যান, শচিন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস হতে শুরু করে হালের এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলিদের মতো আরও অনেক তারকারা সেরার খেতাব পেয়েছেন ডান হাতে ব্যাট করেই। চাইলে ডান হাতে ব্যাট করেও একই অবস্থানে থাকতে পারতেন।  

মূলত এখানে প্রাধান্য দিয়েছেন পরিবারকে। কারণ বাসার সবাই সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির ভক্ত। তাকে অনুকরণ করতে বলছেন সবাই। যে কারণে বাঁহাতি ব্যাটসম্যান বনে গিয়েছেন সৌম্য, 'বাসার সবাই আমরা ভারতের খেলা দেখি ছোট বেলা থেকেই। গাঙ্গুলিকে ঘরের সবাই পছন্দ করে। তার বাঁহাতে ব্যাটিং আর ডান হাতে ব্যাটিং দেখে সবাই আমাকেও বলতো।'

অবশ্য বিশ্ব ক্রিকেটে এমনটা নতুন কিছু নয়, সৌম্য-গাঙ্গুলির মতো আরও অনেক তারকারা বাঁহাতে ব্যাট করতেন আর বল করতেন ডান হাতে। লেন্স ক্লুজনার, আলবি মরকেল, জেকব ওরাম হতে শুরু করে হালের সেরা অলরাউন্ডার বেন স্টোকস বাঁ হাতে ব্যাট করলেও বল করেন ডান হাতে।

এছাড়া ক্লাইভ লয়েড, গ্রায়েম স্মিথ, আলিস্টার কুক, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, শিভ নারায়ণ চন্দরপাল, এন্ডি ফ্লওয়ার, অ্যাডাম গিলক্রিস্টের মতো নামীদামী বাঁহাতি ব্যাটসম্যানরাও বাকি সব কাজ করতেন ডান হাতে। মাঝেমধ্যে দুই একটু বল করতে আসলে সেটা ডানহাতেই করতেন। আবার উল্টোটাও আছে। রিচার্ড হেডলি, কার্টলি এমব্রোসদের পথ অনুসরণ করে হালের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, কাগিসো রাবাদার মতো ডান হাতি বোলাররা ব্যাট করেন বাঁহাতে।

Comments

The Daily Star  | English

Two loud explosions heard in Iran capital: AFP

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

8h ago