করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৩ লাখ ১১ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে প্রায় ৮৯ হাজার

Corona-Brazil
ব্রাজিলে এক রোগীকে বেসিক হেলথ ইউনিট থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন নার্সরা। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৬ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৩৪ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৭৮১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৩ হাজার ১৯৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ জন এবং মারা গেছেন ৮৮ হাজার ৭৫৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৩৭৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৪৩ জন এবং মারা গেছেন ২ হাজার ৫৩৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬৩ হাজার ১৬৬ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৪৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৪৬১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন, মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪৪৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৭৬০ জন, মারা গেছেন ৩১ হাজার ৭৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৮১০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৩০ জন, মারা গেছেন ২৭ হাজার ৫৩২ জন এবং সুস্থ হয়েছেন ৬০ হাজার ৫৬২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৭৫২ জন, মারা গেছেন ৭ হাজার ৯৩৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৬০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৯২ জন, মারা গেছেন ৬ হাজার ৯৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৯৩ হাজার ১৪৭ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭ জন, মারা গেছেন ৪ হাজার ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ১৩৭ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫১১ জন, মারা গেছেন ১৫ হাজার ৬৬২ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৬৭২ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৪৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৯৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২০ হাজার ৯৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago