লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন

স্টার অনলাইন গ্রাফিক্স

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বামনি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন। তিনি জানান, করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১২ মে ঢাকা থেকে রায়পুরের গ্রামের বাড়িতে আসেন ওই বৃদ্ধ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরা তার বাড়ি গিয়ে গত ১৪ মে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠায় করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পরীক্ষার ফল পাওয়া যায়নি। 

মারা যাওয়া বৃদ্ধ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও অ্যাজমা রোগে ভুগছিলেন। গত ১০-১২ দিন ধরে তিনি জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। গত ১২ মে ঢাকা থেকে পালিয়ে উপজেলার বামনী ইউনিয়নের বাড়িতে আসলেও কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি। সবশেষ গতকাল সকালে নিজ বাড়িতে মারা যান। 

তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন ওই বাড়িতে গিয়ে বাড়ির সাতটি পরিবারকে লকডাউন ঘোষণা করে বাড়ির সামনে লাল পতাকা উড়িয়ে দিয়ে আসে। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল যদি পজিটিভ আসে, তাহলে তার সংস্পর্শে যাওয়া লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago