সিলেটে ৩ নার্সসহ নতুন শনাক্ত ৩৯
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দুজন নার্স ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সসহ সিলেট বিভাগে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
গতকাল শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় ১৮ জন এবং ঢাকার ল্যাবে পরীক্ষায় আরও ২১ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
আজ রোববার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।
আক্রান্তদের মধ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ি গ্রামের একই বাড়ির শিশুসহ ১৩ জন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট ল্যাবের রিপোর্টে আসা ১৮ জনই সিলেট জেলার। ঢাকা থেকে আসা রিপোর্টে সিলেটের পাঁচ জন, হবিগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের চার জন ও সুনামগঞ্জের একজন রয়েছেন বলে জানান ডা. আনিসুর।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘নতুন করে শনাক্ত দুজন নার্সসহ হাসপাতালের মোট সাত জন নার্স করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত দুজনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়াও শামসুদ্দিন হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সের (পুরুষ) করোনা শনাক্ত হয়েছে।’
গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘উপজেলার টিকরবাড়ি গ্রামে আক্রান্ত এক বৃদ্ধের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে, আরও ১৩ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়।’
Comments