ঝিনাইদহে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন
ঝিনাইদহে করোনায় আক্রান্ত মোট ৪৩ জনের মধ্যে ১৫ জনকে করোনা জয়ী ঘোষণা করেছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। এ উপলক্ষে ঝিনাইদহের চার উপজেলায় রোববার সকালে করোনা জয়ীদের ফুল ও ফল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৪৯২টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন।
১৪ দিনের আইসোলেশন শেষে তাদের মধ্যে আজ রোববার সকালে জেলার চার উপজেলার ১৫ জনকে করোনা জয়ী ঘোষণা করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার সাত জন, কালীগঞ্জ উপজেলার ছয় জন, শৈলকুপা উপজেলার একজন ও মহেশপুর উপজেলার একজন রয়েছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ‘এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের পাঁচ জনসহ মোট ১৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। সুস্থ হওয়া রোগীদের এখনো সাবধানে থাকতে হবে। এ ভাইরাস আবার যে আক্রমণ করবে না তার কোনো নিশ্চয়তা নেই। সচেতন হলেই করোনা প্রতিরোধ করা সম্ভব।’
Comments