শচীনকে চ্যালেঞ্জ দিয়ে উল্টো কাবু যুবরাজ
ব্যাটের এক পাশ দিয়ে বল জাগল (টোকা দিয়ে লাফালাফি) করানোর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যুবরাজ সিং। টুইটারে দেওয়া তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে শচীন টেন্ডুলকার পাল্টা যে ভেল্কি দেখিয়েছেন, তাতে কাবু হয়েছেন যুবরাজ নিজেই।
গেল বৃহস্পতিবার নিজের স্বীকৃত টুইটার পেজে ‘কিপ ইট আপ’ চ্যালেঞ্জ নাম দিয়ে একটি ভিডিও পোস্ট করেন যুবরাজ। তাতে দেখা যায়, ব্যাটের এক পাশ দিয়ে ক্রিকেট বল জাগল করছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার। আর মুখে বলছেন, ‘করোনাভাইরাসের কারণে ঘরে বসে থাকা সময়ে এটা করতে আমি শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা ও হরভজন সিংকে চ্যালেঞ্জ দিচ্ছি। আমি জানি, মাস্টারব্লাস্টারের (শচীন) জন্য কাজটা সহজ, হয়তো রোহিতের জন্যও। কিন্তু হরভজনের জন্য নিশ্চিতভাবে সোজা হবে না।’
টুইটারের পোস্টটিতে ভারতীয় দলের সাবেক তিন সতীর্থকেও ট্যাগ করে দেন যুবরাজ। চ্যালেঞ্জ গ্রহণ করে শচীন গতকাল শনিবার পাঠান পাল্টা ভিডিও। এবার দেখা যায়, ‘ভারতীয় ক্রিকেট ঈশ্বর’ খ্যাত তারকা একই কাজ করে দেখাচ্ছেন, তবে সেটা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে!
সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান মুখে বলেছেন, কাজটা তার জন্য ডালভাত, ‘যুবি তুই খুব সহজ একটা অপশন দিয়েছিস। আমি তোকে আরেকটু কঠিন একটা অপশন দিলাম। তোকে আমি এটা (চোখ কালো কাপড় দিয়ে বেঁধে) করার জন্য মনোনীত করলাম। করে দেখা।’
অবশ্য পরে ইন্সটাগ্রামে যুবরাজকে কৌশলটাও দেখিয়ে দেন শচীন। স্বচ্ছ কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বল জাগল করেছিলেন তিনি।
Comments