জার্মান ফুটবলে মজেছেন এমবাপে-রাশফোর্ডরা
অবশেষে ফুটবল ফিরেছে মাঠে। আগের দিনই বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল লিগ জার্মান বুন্ডেসলিগা মাঠে গড়িয়েছে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফুটবল ভক্তরা। এমনকি সারা বিশ্বের ফুটবলাররাও। বর্তমান বিশ্বের সেরা তারকারাও এখন বুন্ডেসলিগার ম্যাচ দেখছেন। পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড গোপন রাখেননি নিজেদের উচ্ছ্বাসও।
এমনটা হবেই না কেন? করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেই মার্চ থেকেই স্থগিত হয়ে আছে বিশ্বের প্রায় সব ফুটবল লিগ। দুই মাসেরও বেশি সময় পর ফের বুন্ডেসলিগা শুরু হওয়ায় অন্য লিগগুলো শুরু করার আত্মবিশ্বাসটা আরও বাড়ল বটে। যদিও এর মধ্যেই এমবাপেদের ফরাসি লিগ ওয়ান বাতিল করা হয়েছে। তবে র্যাশফোর্ডদের ইংলিশ প্রিমিয়ার চালুর জোরালো সম্ভাবনা রয়েছে।
বুন্ডেসলিগা শুরু হওয়ার পর তাই শনিবার সামাজিক মাধ্যম টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমবাপে। চোখ, ফুটবল ও টিভির ইমো পাশাপাশি দিয়ে বুঝিয়েছেন, খেলা দেখছেন তিনি। এরপর হ্যাশট্যাগে বুরুশিয়া ডর্টমুন্ড ও শালকে জিরো ফোরের সংক্ষিপ্ত নাম লিখেছেন। শেষে আরও একটি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বুন্ডেসলিগা ফিরেছে।
আর র্যাশফোর্ড তার টুইটারে লিখেছেন, 'আহ, আমার দিনগুলি, আমি আর অপেক্ষা করতে পারছি না।'
এছাড়া ম্যানচেস্টার সিটির সাবেক তারকা নাইজেল ডি ইয়ং ক্রীড়া বিষয়ক গণমাধ্যম বেইনস্পোর্টসের ফুটবল বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছিলেন আগের দিন। বুন্ডেসলিগার ম্যাচগুলো নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করতে। যাত্রাপথের ছবি আপলোড করে তিনি লিখেছেন, '৬৮ দিন আইসোলেশনে থাকার পর অবশেষে লাইভ ফুটবল ফিরছে! বেইনস্পোর্টস স্টুডিওর পথে। আবার শুরু করা ভালো না খারাপ সিদ্ধান্ত হলো?'
প্রথম দিনেই ফুটবলের আমেজ শতভাগ ফিরিয়ে এনেছেন বুন্ডেসলিগার খেলোয়াড়রা। ফেরার প্রথম দিনেই জালের ঠিকানা খুঁজে নিয়েছেন এরলিং ব্রাট হালান্ড। শালকেকে ৪-০ গোলে হারিয়েছে বরুশিয়া। টান টান উত্তেজনার ম্যাচ উপহার দিয়েছে লাইপজিগ ও ফ্রেইবুর্গ। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে শেষ দিকে ছড়িয়েছিল চরম নাটকীয়তা।
Comments