চিকিৎসক দম্পতিসহ কুমিল্লায় আরও ১৭ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় চিকিৎসক দম্পতিসহ নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮২ জনে।
জেলা সিভিল সার্জন ড. মো. নিয়াতুজ্জামান আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।
আজ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে দেবিদ্বারে চিকিৎসক দম্পতিসহ ৬ জন, মুরাদনগরে ৪, সিটি কর্পোরেশনে ২, আদর্শ সদর, হোমনা, তিতাস, চান্দিনা ও দাউদকান্দিতে একজন করে আছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দেবিদ্বারে করোনা আক্রান্ত চিকিৎসক দম্পতি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করে আসছেন।
তাদের নিজেদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে দাউদকান্দিতে ৮ বছরের শিশু ও হোমনায় গৃহকর্মী আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন কুমিল্লা নগরীতে ২৩ জন, সদরে ৬, তিতাসে ১২, দাউদকান্দিতে ১১, বুড়িচংয়ে ৯, চান্দিনায় ১৫, দেবিদ্বারে ১০৮, মেঘনায় ২, বরুড়ায় ১০, ব্রাহ্মণপাড়ায় ৭, সদর দক্ষিণে ৩, চৌদ্দগ্রামে ২ ,মনোহরগঞ্জে ৬, মুরাদনগরে ৩৭, হোমনায় ৪, নাঙ্গলকোটে ৭, লালমাইয়ে ৩ ও লাকসামে ১৫ জন। আজ দুপুর পর্যন্ত জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন।
Comments