দলীয় অনুশীলন শুরু করছে বার্সা-রিয়াল
স্প্যানিশ লা লিগা মাঠে ফেরাতে চার ধাপের প্রস্তুতি পর্ব বেঁধে দেওয়া হয়েছে স্পেন সরকারের পক্ষ থেকে। তৃতীয় ধাপে রয়েছে ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন।
বার্তা সংস্থা রয়টার্স তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে দলীয় অনুশীলন শুরু করতে পারবে স্প্যানিশ লা লিগার ক্লাবগুলো। একসঙ্গে সর্বোচ্চ দশ জন খেলোয়াড় অনুশীলন করতে পারবেন। স্পেন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা এক আদেশের প্রেক্ষিতে লা লিগা কর্তৃপক্ষ ক্লাবগুলোকে এ বিষয়ে অবহিত করেছে।
প্রস্তুতি পর্বের প্রথম ধাপে ছিল দেশটির পেশাদার ফুটবলের শীর্ষ স্তরের ২০টি ক্লাবের সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা করানো। আর গেল ৪ মে থেকে ফুটবলাররা ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার অনুমতি পেয়েছেন।
বাকিদের পাশাপাশি এরই মধ্যে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন লা লিগার ইতিহাসের সেরা দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়রা। লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা গেল ৮ মে থেকে মাঠে ফিরেছেন। এডেন হ্যাজার্ড-করিম বেনজেমা অনুশীলন শুরু করেছেন এর তিন দিন পর থেকে। এবার তারাসহ লিগের ২০টি দলের সব ফুটবলার ছোট ছোট দলে বিভক্ত হয়ে অনুশীলনে নামার সুযোগ পাচ্ছেন।
প্রস্তুতি পর্বের চতুর্থ ও শেষ ধাপে পুরো দলের সবাই একসঙ্গে অনুশীলন করতে পারবেন। লিগ ফের মাঠে গড়ানোর অন্তত দুই সপ্তাহ আগে থেকে এটি কার্যকর হবে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গেল মার্চের মাঝামাঝি থেকে স্থগিত রয়েছে লা লিগা। গেল সপ্তাহে লিগের সভাপতি হাভিয়ের তেবাস আগামী ১২ জুন থেকে লিগ পুনরায় শুরু করার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।
Comments