ট্রেন থামিয়ে চুরি করা হচ্ছিল তেল, হাতেনাতে ধরা লোকোমাস্টারসহ ৩
পার্বতীপুরে তেলবাহী ট্রেন থামিয়ে ইঞ্জিনের তেল চুরির সময় লোকোমাস্টারসহ তিন জনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের চুরি করা ২১০ লিটার ডিজেলও জব্দ করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে পার্বতীপুর স্টেশনের তিন কিলোমিটার দক্ষিণে হলদিবাড়ী রেলগেট এলাকায় তেল চুরির সময় লোকোমাস্টার মো. সেলিম, সহকারী লোকোমাস্টার উজ্জল হোসেন ও তেল চোরাকারবারী হাসান আলীকে আটক করে আরএনবি।
আরএনবি পার্বতীপুর কার্যালয়ের সিআই (সাধারণ শাখা) এমদাদ হোসেন জানান, খুলনা থেকে তেল নিয়ে লরিটি (কেপি-৭ আপ) পার্বতীপুর আসছিল। পার্বতীপুর স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হলদিবাড়ী রেলগেট এলাকায় থামিয়ে ইঞ্জিন (ইঞ্জিন নং ৬৩১২) থেকে তেল পাচার শুরু করেন চালক ও তার সহকারী। অভিযান চালিয়ে চুরির তেলসহ তিন জনকে হাতেনাতে ধরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে আনা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার সিআই নুরুন্নবী।
Comments