করোনাভাইরাস

মৃত্যু ৩ লাখ ১৫ হাজার, আক্রান্ত ৪৭ লাখেরও বেশি

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ১৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৭ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন ব্রিটেনে এক রোগীকে সেবা দিচ্ছেন নার্স। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ১৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৭ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ১৩ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৫ হাজার ১৮৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৩ হাজার ৯৬৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ৮৯ হাজার ৫৬২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৭২ হাজার ২৬৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ২ হাজার ৬৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৩৭৩ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৭১৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ৯৯৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৮০ জন, মারা গেছেন ১৬ হাজার ১১৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ হাজার ১২২ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন, মারা গেছেন ২৭ হাজার ৫৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪৪৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন, মারা গেছেন ৩১ হাজার ৯০৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ১৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৯৩ জন, মারা গেছেন ২৮ হাজার ১১১ জন এবং সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩২৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৬৯ জন, মারা গেছেন ৭ হাজার ৯৬২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১১ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ১৯৮ জন, মারা গেছেন ৬ হাজার ৯৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৪৬৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৩৫ জন, মারা গেছেন ৪ হাজার ১৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৯৬২ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৬৯৮ জন, মারা গেছেন ৩ হাজার ২৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৭৯৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৫৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩০৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২২ হাজার ২৬৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন।

Comments

The Daily Star  | English

‘We were forced to leave UCB, and the PM knew everything’

Former land minister Saifuzzaman Chowdhury Javed compelled UCB board members to resign and former prime minister Sheikh Hasina was aware of this, according to the lender’s new Chairman Sharif Zahir.

13h ago