স্বাস্থ্যবিধি না মানায় পটুয়াখালীতে আজ থেকে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অমান্য করায় পটুয়াখালীতে আজ সোমবার থেকে জরুরি পরিষেবা ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউল ইসলাম চৌধুরী।
গতকাল রাতে ঘোষিত ওই আদেশ জেলা শহরে মাইকিং করে জানানো হয়।
আজ সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে পুলিশি প্রহরা।
জেলা ম্যাজিস্ট্রেট মো. মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গত ১১ মে থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল। কিন্তু, পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলগুলোতে প্রচণ্ড ভিড় পরিলক্ষিত হয় এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হয়।’
‘এমতাবস্থায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু বিবেচনায় করোনা সংক্রমণ এড়াতে সোমবার থেকে জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া গেল।’
Comments