কক্সবাজারে ইয়াবাসহ ট্রাকচালক-সহকারী আটক
কক্সবাজার শহরের প্রবেশপথ লিংকরোডে ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাকচালক ও চালকের সহকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ট্রাকচালক মো. দুখু মিয়া (৩৪) ও চালকের সহকারী মো. ফয়সুল ইসলাম রানাকে (২৮) আটক করা হয়।
এ সময় ট্রাকটি (নম্বর ঢাকা মেট্রো ট-২২-৭৭০৮) জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিংকরোড ফরেস্ট চেকপোস্ট সংলগ্ন হাজী গফুর মার্কেটের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক ট্রাকচালক ও তার হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ শাহজাহান কবির বলেন, ‘ধৃত দুই আসামীকে আজ কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।’
Comments