করোনার ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ

Paturia ferryghat
করোনার সংক্রমণ রোধে সারা দেশে চলমান অঘোষিত লকডাউনের মধ্যে পাটুরিয়া ফেরিঘাটে ভিড়। ১৮ মে ২০২০। ছবি: স্টার

পাটুরিয়া অভিমুখে যাত্রীদের চাপ বাড়ায় করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিইটসি) কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের অনুরোধে আজ সোমবার সকাল ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘ফেরিচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে মাঝ নদীতে রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার সিদ্ধান্ত হলে, সেগুলোকে আবারও ঘাটে আনা হবে।’

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ‘নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলাচল বন্ধ থাকার কথা থাকলেও তা যাত্রীসাধারণকে কোনভাবেই মানানো যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়।’

‘জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরণের গণপরিবহন সেখানে আটকে দেওয়া হয় এবং সেগুলিকে ফেরত পাঠানো হয়। কিন্তু, এতো চেষ্টার পরও মানুষ বিকল্প পথে পাটুরিয়া অভিমুখে গাড়ি নিয়ে যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিআইডব্লিউটিসিকে ফেরিচলাচল বন্ধ রাখতে অনুরোধ করা হয়।’

‘পরিস্থিতি অনুকূলে আসলে ফেরি চলাচল সীমিতভাবে চালু করা হবে যাতে পচনশীল ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপার করা যায়,’ যোগ করেন পুলিশ সুপার।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago