টাকা চুরির অপবাদে আত্মহত্যা
খাগড়াছড়ির রামগড় উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার সাড়ে চার লাখ টাকা চুরির অপবাদে একজন কর্মচারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার দুপুরে খাদ্য গুদামের মাস্টাররোল কর্মচারী উহ্লা প্রু মারমা (৩৪) রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান।
উহ্লা প্রুর বড় ভাই রাজু মারমা বলেন, ‘গুদামের কর্মকর্তা আসাদ ভুঁইয়ার অফিস কাম বাসা থেকে সাড়ে চার লাখ টাকা চুরির অভিযোগে কর্মকর্তা আসাদ আমার ভাইকে দায়ী ও বিষোদগার করেন।’
‘এই অপমান সহ্য করতে না পেরে আমার ভাই উহ্লা প্রু শনিবার সন্ধ্যায় গুদাম এলাকায় বিষপান করেন,’ যোগ করেন তিনি।
রাজু আরও বলেন, ‘এর আগে আসাদ আমাকে বলেছিলেন যে তার বাসা থেকেই আমার ভাই সাড়ে চার লাখ টাকা চুরি করেছে।’
কর্মকর্তা আসাদ ভুঁইয়ার সঙ্গে বারবার ফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
খাদ্য গুদামের সহকারী খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের আসাদ স্যারের টাকা চুরি হওয়ার ঘটনা শুনেছি।’
Comments