চাঁপাইনবাবগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সাত বছরের শিশুসহ আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৬ জনের করোনা শনাক্ত হলো।
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সাত বছরের শিশুসহ আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৬ জনের করোনা শনাক্ত হলো।

আজ সোমবার জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ পাওয়া রিপোর্টে জেলার এক শিশুসহ ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শিশুসহ ১৯ জন সদর উপজেলার ও একজন নাচোল উপজেলার। তাদের সবাইকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।

এর আগে এ জেলার ১৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের দুইজন সুস্থ হয়ে উঠেছেন।

Comments

The Daily Star  | English

BNP places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

2h ago