বন বিভাগের ১০ হাজার চারা গাছ ধ্বংস করল দুর্বৃত্তরা
কক্সবাজারের মহেশখালিতে উপকূলীয় বন বিভাগের ১০ হাজার চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাতে সেহরির পর কেরুনতল বিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বন বিভাগ।
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের রেঞ্জ অফিসার (মহেশখালি রেঞ্জ) সুলতানুল আলম চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, রোববার ভোরে সেহরির পর এই ঘটনা ঘটানো হয়েছে। ‘সম্প্রতি এখানে যোগ দেওয়ার পর আমি পাহাড় কাটা, গাছ পাচার এবং বনবিভাগের বেদখল জমি উদ্ধারে তৎপর ছিলাম। এতে কিছু মানুষের চক্ষুশূল হই আমি। তারাই হয়ত এ ঘটনা ঘটিয়েছে।’
তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি বহু চারা গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে। পরে গুণে দেখা গেল ১০ হাজার গাছ কাটা হয়েছে।
সুলতান বলেন, বন আদালতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শিগগির দোষীদের খুঁজে বের করা হবে।
মহেশখালী থানার ওসি প্রবাস চন্দ্র ধর বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছু জানি না। ...চারা গাছ ধ্বংসের কথা কেউ আমাদের জানায়নি।’
এ ব্যাপারে বন কর্মকর্তা সুলতানুল বলেন, মামলা বা অভিযুক্তদের আটকের ব্যাপারে থানায় গেলে পুলিশ সব সময় উদাসীনতা দেখায়। আমার বিট কর্মকর্তা মামলা করার জন্য থানায় গিয়েছিল। দীর্ঘ সময় তাকে বসিয়ে রেখে পরে মামলা নিতে অস্বীকার করা হয়েছে।
Comments