খুমেকে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন।
আজ সোমবার বিকাল সাড়ে চারটায় ৫৫ বছর বয়সী ওই নারী মারা যান বলে খুমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদারা এলাকার ওই নারী জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। বিকাল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।
Comments