ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ফরিদপুরে ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সাবেক সেনা সদস্য।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেক সেনা সদস্য নাম আব্দুল হালিম (৬০) এর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। নিহত আরেক জন জামাল হোসেন (৫৫) এর ঠিকানা জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। ভাঙ্গা উপজেলার তাড়াইলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, গুরুতর আহত জামাল ও হালিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। দুপুর আড়াইটার দিকে সেখানে তাদের নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ট্রাকসহ চালক পালিয়ে গেছে, তাকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন ওসি।
Comments