চাঁদপুরে আরও ৫ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে নতুন করে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে। এছাড়া, ফরিদগঞ্জে করোনার উপসর্গে মারা যাওয়া একজনের রিপোর্টও পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে।
আজ সোমবার চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার মোট রিপোর্ট এসেছে ১০টি। এর মধ্যে পজিটিভ চারটি। এর মধ্যে চাঁদপুর সদরে দুই জন ও ফরিদগঞ্জে দুই জন।
এদিকে, শাহরাস্তির এক জন কুমিল্লায় শনাক্ত হয়ে নিজ এলাকায় চলে আসায় তাকেও চাঁদপুরের রোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী সোমবার মোট করোনা আক্রান্ত রোগী পাঁচ জন ধরা হয়েছে।
Comments