ঠাকুরগাঁওয়ে ঢাকাফেরত পোশাককর্মী করোনায় আক্রান্ত
ঠাকুরগাঁওয়ে ৩৩ বছর বয়সী এক পোশাককর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসেন। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ জনে দাঁড়ালো। এদের মধ্যে ১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা শনাক্ত হওয়া নারীর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়ন এলাকায়। গত ১০ মে তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন। তিনি নিজেই গতকাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দিয়ে আসেন। সন্ধ্যায় জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। তার করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়নি, যে কারণে তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা থেকে মোট এক হাজার ৬৯ জনের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পাঠানো হয়েছে। তার মধ্যে ৯৫৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
Comments