করোনাভাইরাস

মৃত্যু ৩ লাখ ১৮ হাজার, আক্রান্ত ৪৮ লাখের বেশি

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৮ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্রে এক নারীকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৮ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৫ হাজার ৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৮ হাজার ৫২৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৮৭ হাজার ৪৫৪ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৯০ হাজার ৩৫৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৭৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন এবং মারা গেছেন ২ হাজার ৭২২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭০ হাজার ২০৯ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮৭৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৭০৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৯০ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৩৬৮ জন, মারা গেছেন ১৬ হাজার ৮৫৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫৯ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৬০৬ জন, মারা গেছেন ২৭ হাজার ৭০৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৮৮৬ জন, মারা গেছেন ৩২ হাজার ৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩২৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫১ জন, মারা গেছেন ২৮ হাজার ২৪২ জন এবং সুস্থ হয়েছেন ৬১ হাজার ৮৪৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫৫১ জন, মারা গেছেন ৮ হাজার ৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪১ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৯২ জন, মারা গেছেন ৭ হাজার ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৬৬১ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৫৯৩ জন, মারা গেছেন ৪ হাজার ১৭১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৭৭ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২৮ জন, মারা গেছেন ৩ হাজার ১৫৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৯ হাজার ২৩৩ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৬৩ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩১০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৩ হাজার ৮৭০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩৪৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৫৮ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago