‘চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ করবে’, কোহলির প্রত্যাশা

Tamim Iqbal & Virat Kohli

করোনাভাইরাসের মহামারির কঠিন সময়ে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তামিম ইকবালের সঙ্গে অনলাইন আড্ডায় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, কঠিন সময়ে উৎসব এলেও সবার সময়টা কাটবে হাসিমুখে। 

সোমবার তামিমের নিয়মিত অনলাইন আড্ডায় এসে কোহলি বেশিরভাগ ক্রিকেট নিয়েই কথা বলেছেন। টেকনিক্যাল খুঁটিনাটি বিষয়ে জানিয়েছেন নিজের ভাবনা। 

আড্ডার একদম শেষ পর্যায়ে তামিম কোহলির কাছে ঈদ নিয়ে কিছু বলতে অনুরোধ করেন। জবাবে কোহলি শুভেচ্ছাবার্তার সঙ্গে কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর প্রেরণাও দেন, ‘সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ সবাই উপভোগ করুণ, এই সময়টা স্মরণীয় করে রাখা উচিত।’

‘আমি আশা করব কঠিন পরিস্থিতির যাবতীয় চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ করবে। পরিস্থিতি ভাল হওয়ার জন্য আমরা একসঙ্গে প্রার্থনা করছি।’

করোনাভাইরাস মহামারিতে ভারত, বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশেরই সমান অবস্থা। বিভিন্ন ধর্ম, জাতিগোষ্ঠীর মানুষরা একইভাবে আক্রান্ত। ভারত অধিনায়ক মনে করেন সবাই মিলেই ভাইরাসের বিরুদ্ধে চলানো এই লড়াইয়ে কঠিন সময় থেকে মুক্তি মিলবে, ‘এখন আমাদের কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই যে ওখানে কী হচ্ছে, এখানে কী চলছে। আমরা সবাই একসঙ্গেই একটি চরম বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। সবাই লড়াই করছি। আমি এই অবস্থা থেকে পরিত্রাণের আশা করছি। আবারও ঈদ মোবারক।’

 

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

24m ago