ঘূর্ণিঝড় আম্পানের কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ
সুপার সাইক্লোন আম্পানের কারণে দেশে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুর ২টার দিকে দেশে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’
ঘূর্ণিঝড় আম্পানের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং ভেদুরিয়া-লাহারহাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে বলে জানান তিনি।
Comments