সেই ফাউলের জন্য গর্বিত নন ভালভার্দে
বারপোস্টের সামনে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন আলভারো মোরাতা। প্রায় নিশ্চিত গোলের পথে। পেছন থেকে তাকে থামানর একটাই রাস্তা ছিল। সেটা ফাউল করা। সেটাই করেছিলেন ফেড ভালভার্দে। যে কারণে প্রতিপক্ষ কোচেরও ভূয়সী প্রশংসা পেয়েছেন রিয়াল মাদ্রিদের এ খেলোয়াড়। কিন্তু নিজে সে ফাউলের জন্য গর্বিত নন এ তরুণ উরুগুইয়ান।
ম্যাচটি ছিল স্প্যানিশ সুপার কাপে। নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। তবে অতিরিক্ত সময়ে প্রায় গোল পাওয়ার পথে ছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ফাঁকায় সে বলটি পেয়েছিলেন মোরাতা। পেছন থেকে ফাউল করে তাকে ফেলে দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন ভালভার্দে। ফলে সে যাত্রা বেঁচে যায় রিয়াল। এমনকি পরে টাই-ব্রেকারে ৩-১ গোলে অ্যাতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল। আর লাল কার্ড দেখেও হিরো বনে যান ভালভার্দে।
সম্প্রতি এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভালভার্দে বলেন, 'আমি যান না সেটা আমাকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের হৃদয়ে স্থান দিয়েছে কি-না। তবে আমি রাইভালদের সঙ্গে সে ফাউল করে গর্বিত নই। এটা পরিষ্কার ফাউল ছিল, ইনজুরিতে ফেরার উদ্দেশ্যে নয়। আমি এমন কাউকে চিনিও না যে ফাউল করতে পছন্দ করে। তবে আমি যদি তখন দলের জন্য কিছু না করতাম তাহলে খুশী থাকতে পারতাম না এবং এটা দলের জন্যই ছিলো।'
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমায় আবারও ফুটবল ফেরার সম্ভাবনা সৃষ্টি হয়েছে স্পেনে। দলগুলো অনুশীলন শুরু করেছে। তবে লিগ শুরু নিয়ে শঙ্কা এখনও কাটেনি। শেষ পর্যন্ত লিগ বাতিল হলে লা লিগায় শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হতে পারে বার্সা। এমনটা হলে এটা অনৈতিক হবে বলে মনে করেন ভালভার্দে, 'এমনটা ঠিক হবে না। ভালো হবে ৩৮ ম্যাচ শেষ হলে। তাহলেই দেখা যাবে আসল চ্যাম্পিয়ন কারা?'
Comments