নোয়াখালীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৯০ জন করোনা রোগী শনাক্ত হলো।

নোয়াখালীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৯০ জন করোনা রোগী শনাক্ত হলো।

জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান আজ মঙ্গলবার বিকেলে এ সব তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্তদের মধ্যে সুবর্ণচরে চার জন, কবিরহাটে আট জন, সোনাইমুড়ীতে দুই জন ও বেগমগঞ্জে দুই জন রয়েছেন বলে জানান সিভিল সার্জন। 

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহেলা সুলতানা ঝুমা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ জনের করোনা শনাক্ত হলো।

আক্রান্তদেরকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে তিনি জানান।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. বিদ্যুৎ কুমার মজুমদার জানান, উপজেলার ঘোষবাগে একই পরিবারের শিশু, নারীসহ ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, বেগমগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আজ একজন মারা গেছেন।

৪৫ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বেলা ১১টার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

WB cuts FY25 growth forecast to 4 percent

The World Bank has slashed its forecast for Bangladesh’s economic growth by 1.7 percentage points to 4 percent due to “significant uncertainties following recent political turmoil” and “data unavailability”.

2h ago