মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশে পাঠিয়ে দিল বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আসামের ধুবড়ী জেলার গোলগঞ্জ থানার কেদার ক্যাম্পের বিএসএফ আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কাঁটাতারের বেড়ার গেট খুলে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। ওই নারী আসতে না চাইলে সীমান্তের ওপরই তাকে মারধর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
বিষয়টি টের পেয়ে সীমান্ত এলাকায় স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে বিজিবিকে খবর দেয়। ঘটনাস্থলে যখন বিজিবি পৌঁছায় তখনো ওই নারী সীমান্ত থেকে ভারতের ১০০ গজ ভেতরে ছিলেন। বিজিবি এসে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফকে। কয়েক ঘণ্টা পর পতাকা বৈঠকের সাড়া দেয় বিএসএফ।
আন্তর্জাতিক সীমানা পিলার ১০১৯ এর সাব পিলার ৩ এর হিরো লাইনে অনুষ্ঠিত বৈঠকে ওই নারীকে বাংলাদেশি বলে দাবি করে বিএসএফ।
২২ বিজিবি ব্যাটালিয়নের কেদার কোম্পানি ক্যাম্প কমান্ডার আব্দুস সবুর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী বাংলাদেশি। আপাতত তাকে বাংলাদেশে রাখা হয়েছে। পরিচয় যাচাই করে দেখা হচ্ছে। উপযুক্ত প্রমাণ পেলে তাকে পুনরায় ভারতে পাঠানো হবে।
Comments