কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ আরও ৩৪ জনের করোনা শনাক্ত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। স্টার ফাইল ফটো

কক্সবাজারে আজ নতুন করে আরও চার রোহিঙ্গার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেওয়া ১১ রোহিঙ্গার করোনা শনাক্ত হলো। আর, কক্সবাজারে একদিনে আজ সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত হলো।

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া আজ মঙ্গলবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে আজ মঙ্গলবার ১৭৮ জনের নমুনা পরীক্ষায়, ৩৪ জন শনাক্ত হয়েছে যাদের চার জন রোহিঙ্গা। এ ছাড়া, কক্সবাজার সদর উপজেলার পাঁচ জন, চকরিয়ার ১৭ জন, উখিয়ার তিন জন, পেকুয়ার দুই জন, রামুর একজন, টেকনাফ উপজেলার একজন ও বান্দরবান জেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. অনুপম জানান, কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ ল্যাবে এ পর্যন্ত মোট ৪ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ২৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২৬ জন কক্সবাজার জেলার, ১১ জন বান্দরবান জেলার, ১৭ জন চট্টগ্রাম জেলার বাসিন্দা ও ১১ জন কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত একজন রোগী মারা গেছেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

44m ago