নারায়ণগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে বৃদ্ধার মৃত্যু

Corona Dead Body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জ তিন শ শয্যা হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। তার বাড়ি সদর উপজেলার ফতুল্লা এলাকায়।

আজ বুধবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল দুপুর ৩টায় ওই নারী হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।’

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েকটি হাসপাতালে চিকিৎসা না পেয়ে ওই নারীকে স্বজনরা আমাদের কাছে নিয়ে আসেন। তিনি সন্দেহভাজন করোনা রোগী ছিলেন। এ ছাড়া, তার স্ট্রোক হয়েছিলেন।’

সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই নারীর নাতি মরদেহ গ্রহণ করেন। আর কোনো স্বজন না আসায় সিটি করপোরেশনের টিমের সাহায্যে মরদেহটি মাসদাইর শ্মশানে দাহ করা হয়।’

Comments

The Daily Star  | English

Trump gives Mexico 90-day tariff reprieve as deadline for higher duties looms

Approximately 85% of Mexican exports comply with the rules of origin outlined in the USMCA

40m ago