৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ বুধবার দুপুরে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভারাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করায় বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ আছে। তবে এ সময় ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশের ফিরতে পারবেন বলে জানিয়েছেন আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মো. আবদুল হামিদ।
সূত্র জানায়, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত টানা আট দিন এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। ঈদের পরে আগামী ৩০ মে থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম আবারো শুরু হবে।
Comments